শরীরের রক্ত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির রক্তের ঋণ পরিশোধ করে গেছেন। তাই চিরদিন তিনি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন।
বিজ্ঞাপন
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর একান্ত রাজনৈতিক সচিব ও বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব বলেন।
সকালে রাজধানীর চিত্রশালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য কখনোই হবে না। তারা স্বাধীন দেশে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। এখন পর্যন্ত অবরোধ তুলে নেয়নি। বিএনপি জঙ্গিবাদের বিপক্ষে নয় বরং তাদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।